একটি দারুন সাউন্ড নিজের ভিডিওতে যুক্ত করে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি কয়েকগুন বাড়িয়ে তুলতে পারেন । এই মডিউলে আমরা আলোচনা করবো যে দারুন কোয়ালিটির অডিও রেকর্ড করার মাধ্যমে আপনি কি ভাবে আপনার ইনস্টাগ্রাম ভিডিওগুলিকে অনভিজ্ঞ (amateur) লেভেল থেকে পেশাদার বা প্রফেশনল (professional) লেভেলে রুপান্তরিত করতে পারেন।
3.3 অডিও আয়ত্ত করুন (Mastering Audio)
